শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) সম্প্রতি ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট ১৮৭টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যা বিভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীদের জন্য উন্মুক্ত।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫( EED Job Circular 2025) প্রকাশিত হয়েছে । শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগটি তাদের www.eedmoe.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ১২ মার্চ ২০২৫ তারিখে । শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১০ টি পদে মােট ১৮৭ জন লােক নিয়ােগ দেওয়া হবে । ইইডি জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হবে ২০ মার্চ ২০২৫ তারিখ হতে ।
EEDMOE Job Circular 2025
The EEDMOE job announcement for 2025 was released on 12 March 2025 in the Amar Desh daily newspaper and on the website www.eedmoe.gov.bd. This EEDMOE circular 2025 aims to recruit a total of 187 individuals across 10 different categories of positions. The application process will commence on 20 March 2025 at 10:00 AM and conclude on 19 April 2025 at 5:00 PM. Interested parties can apply through the official EEDMOE job application site: eedmoe.teletalk.com.bd.
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১০টি পদ এবং তাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:
- সহকারী প্রকৌশলী (সিভিল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
- হিসাবরক্ষক: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
- কার্টোগ্রাফার: জিওগ্রাফি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি।
- স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর: এইচএসসি পাশ এবং স্টেনোগ্রাফি ও কম্পিউটার দক্ষতা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: এইচএসসি পাশ এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা।
- গাড়ি চালক: অষ্টম শ্রেণি পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
- অফিস সহায়ক: অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা
প্রার্থীর বয়স ০১ মার্চ ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
Event |
Date and Time |
---|---|
Job Publish Date: |
12 March 2025. |
Application Start Date: |
20 March 2025 at 10:00 AM. |
Application Last Date: |
19 April 2025 at 5:00 PM. |
All Information Related to EEDMOE Job Circular 2025
EEDMOE Job Circular 2025 |
|
---|---|
Employer Name: |
Education Engineering Department (EEDMOE). |
Post Name: |
Post names are given above. |
Job Location: |
Depends on the posting. |
Posts Category: |
10. |
Total Vacancies: |
187 posts. |
Job Type: |
Full time. |
Job Category: |
|
Gender: |
Both males and females are allowed to apply. |
Age Limitation: |
On 01 March 2025, the age of candidates should be 18 to 32 years. |
Educational Qualification: |
HSC or equivalent pass and Graduate or equivalent pass. |
Experience Requirements: |
Freshers and experienced candidates can apply. |
Districts: |
All districts. |
Salary: |
9,300-30,230 Taka. |
Other Benefits: |
As per government employment laws and Regulations. |
Application Fee: |
56, 112 & 168 Taka. |
Source: |
The Daily Amar Dash, 12 March 2025. |
Job Publish Date: |
12 March 2025. |
Application Start Date: |
20 March 2025 at 10:00 AM. |
Application Deadline: |
19 April 2025 at 5:00 PM. |
Employer Information |
|
---|---|
Employer Name: |
Education Engineering Department (EEDMOE). |
Organization Type: |
|
Phone Number: |
9556036 . |
Email Address: |
info@eedmoe.gov.bd. |
Head Office Address: |
Education Engineering Department, Education building (second block), Nawab Abdul Gani Road, Dhaka-1000. |
Official Website: |
অনলাইনে আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে ২০ মার্চ ২০২৫ সকাল ১০:০০ টা থেকে ১৯ এপ্রিল ২০২৫ বিকেল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
- ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রার্থীরা https://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
- আবেদন ফর্ম পূরণ করুন: ব্যক্তিগত, শিক্ষাগত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- ছবি ও স্বাক্ষর আপলোড করুন: পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
- আবেদন ফি পরিশোধ করুন: আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। ফি নির্ধারিত পদের ভিত্তিতে ৫৬/-, ১১২/- অথবা ১৬৮/- টাকা হতে পারে।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদন ফি জমা দেওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
দ্বিতীয় এসএমএস: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: EEDMOE <স্পেস> YES <স্পেস> পিন নম্বর
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণ: EEDMOE YES 123456
প্রথম এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: EEDMOE <স্পেস> ইউজার আইডি
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণ: EEDMOE ABCDEF
প্রত্যুত্তর এসএমএস: প্রথম এসএমএস পাঠানোর পর টেলিটক থেকে একটি পিন নম্বরসহ প্রত্যুত্তর এসএমএস আসবে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ, সময় এবং স্থান সম্পর্কে পরবর্তীতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
হেল্পলাইন/যোগাযোগ
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.eedmoe.gov.bd.
আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।