PLIWC job circular 2025 has been published. Office of the General Manager, PLI, Western Circle, Rangpur has released the job circular pdf and notice in their official website www.pliwc.bdpost.gov.bd and daily newspapers. Interested eligible male and female candidates can submit job application online through pliwc.teletalk.com.bd website.
PLIWC Job Circular 2025
On February 21, 2025, PLIWC job circular 2025 was posted on www.pliwc.bdpost.gov.bd and in the daily Observer newspaper. Through this PLIWC circular 2025, 56 individuals will be hired for 09 different categories of positions. The application for the position will open on February 27, 2025, at 10:00 AM, and close on March 25, 2025, at 5:00 PM. The official website for the PLIWC job application is pliwc.teletalk.com.bd.
ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫
জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (PLIWC Job Circular 2025) প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাদের www.pliwc.bdpost.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক সংবাদপত্রে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি ০৯টি পদে মোট ৫৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে।
Event |
Date and Time |
---|---|
Job Publish Date: |
21 February 2025. |
Application Start Date: |
27 February 2025 at 10:00 AM. |
Application Last Date: |
25 March 2025 at 5:00 PM. |
All Information Related to PLIWC Job Circular 2025
PLIWC JOB CIRCULAR 2025 |
|
---|---|
Employer Name: |
Office of the General Manager, PLI, Western Circle, Rangpur (PLIWC). |
Post Name: |
Post names are given above. |
Job Location: |
Depends on the posting. |
Posts Category: |
09. |
Total Vacancies: |
56 posts. |
Job Type: |
Full time. |
Job Category: |
|
Gender: |
Both males and females are allowed to apply. |
Age Limitation: |
On 01 February 2025, the age of candidates should be 18 to 32 years. |
Educational Qualification: |
JSC or equivalent pass, SSC or equivalent pass, HSC or equivalent pass and Graduation or equivalent pass. |
Experience Requirements: |
Freshers and experienced candidates can apply. |
Districts: |
As per circular. |
Salary: |
8,250-24,680 Taka. |
Other Benefits: |
As per government employment laws and Regulations. |
Application Fee: |
56 & 112 Taka. |
Source: |
The Daily Observer, 21 February 2025. |
Job Publish Date: |
21 February 2025. |
Application Start Date: |
27 February 2025 at 10:00 AM. |
Application Deadline: |
25 March 2025 at 5:00 PM. |
Employer Information |
|
---|---|
Employer Name: |
Office of the General Manager, PLI, Western Circle, Rangpur (PLIWC). |
Organization Type: |
|
Phone Number: |
0258-9962625. |
Email Address: |
gmplirang@bdpost.gov.bd. |
Head Office Address: |
General Manager’s Office, Postal Life Insurance, Western Zone, Rangpur- 5400, Kacheri Bazar, Rangpur. |
Official Website: |
অনলাইনে আবেদন করার নিয়ম
পিএলআই, ওয়েস্টার্ন সার্কেল, রংপুর চাকরির পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। জেনারেল ম্যানেজারের অফিস, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত http://pliwc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন তা নিম্নে ধাপে ধাপে ব্যাখ্যাত করা হলো-
- ভিজিট করুন http://pliwc.teletalk.com.bd ওয়েবসাইট।
- “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- “Next” বোতামে ক্লিক করুন।
- আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
- ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে পিএলআই, ওয়েস্টার্ন সার্কেল, রংপুর চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে জেনারেল ম্যানেজারের কার্যালয়, পশ্চিমাঞ্চল, রংপুর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Tele talk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৯ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি জেনারেল ম্যানেজারের কার্যালয়, পিএলআই, ওয়েস্টার্ন সার্কেল, রংপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- ১ম SMS: PLIWC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: PLIWC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
হেল্পলাইন/যোগাযোগ
জেনারেল ম্যানেজারের কার্যালয়, পিএলআই, ওয়েস্টার্ন সার্কেল, রংপুর নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা হলে নিচে উল্লেখিত ফোন নম্বর বা ই-মেইল ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.pliwc.bdpost.gov.bd